বান্দরবানের প্রবেশ পথেই জেলা পরিষদ সংলগ্ন এলাকায় মেঘলা পর্যটন কমপ্লেক্স। ছায়া সুনিবিড়, বৈচিত্র্যে ভরা মেঘলা পর্যটন কমপ্লেক্সে গেলেই পাবেন অনাবিল আনন্দের সন্ধান। স্বচ্ছ পানির নয়নভিরাম হ্রদ, হ্রদের ওপর দুটি ঝুলন্ত সেতু, কেবল কার, উন্মুক্ত মঞ্চ, একাধিক পিকনিক স্পট, ক্যান্টিন, চা বাগান, চিড়িখানা, হ্রদের পানিতে নৌকায় চড়ার ব্যবস্থা, প্যাডেল বোট, বিশ্রামাগার, শিশুপার্ক ইত্যাদি মুগ্ধ করবে আপনাকে।চাইলে পরিবারের সকলে বা বন্ধুরা মিলে এখানে আয়োজন করতে পারেন পিকনিক পার্টির। মেঘলা পর্যটন কেন্দ্রে রয়েছে দলগত ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা।প্রধান সড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা পর্যটন কমপ্লেক্সটি ইতিমধ্যে দেশজুড়ে বেশ পরিচিতি লাভ করেছে।

পুরো বান্দরবান জুড়ে একমাত্র এখানেই রয়েছে একটি ক্যাবল কার। ক্যাবল কারে চড়ে আপনি দেখতে পারবেন পাহাড়ের মাঝে লেকটির অপার সৌন্দর্য। এছাড়া এখানে রয়েছে ট্রেন রাইড এর ব্যবস্থা যা আপনাকে প্রচুর বিনোদন দিবে। লেকে প্যাডেল বোট কিংবা নৌকায় চড়েও কাটিয়ে নিতে পারেন কিছু মজার মুহূর্ত। শিশুদের খেলাধুলার জন্যও এখানে আছে নানা আয়োজন। শিশুপার্কসহ পাশেই থাকা চিড়িয়াখানায় বানর, হরিণ, সাপ, ভালুক ও বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির রব যা শিশুদের জন্য বাড়তি আকর্ষণ।

মেঘলা লেকের দু’পাড়ের পাহাড়কে সংযুক্ত করেছে দু’টি আলাদা ঝুলন্ত সেতু। সেতু পার হয়ে যে কেউ হারিয়ে যেতে পারেন সবুজ গাছ গাছালির ভিড়ে। বান্দরবানের জেলা প্রশাসনের পরিচালনায় বান্দরবান শহর থেকে ৫ কিলোমিটার দূরের এই পর্যটন কমপ্লেক্সটি আপনাকে বেশ খানিকটা স্বস্তি দেবে নিমেষে।

মেঘলায় বেড়াতে আসা পর্যটকদের খাবার ও রাত্রিযাপনের জন্য বান্দরবান শহরে কিছু মাঝারি মানের হোটেল রয়েছে। এছাড়া এই মেঘলা পর্যটনকেন্দ্রের পাশেই পর্যটকদের জন্য খাবার ও রাত্রিযাপনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। মেঘলার পাশেই অবসি’ত দুটি আধুনিক মানের আবাসিক ব্যবস্থা। বান্দরবান পর্যটন মোটেল ও হলিডে ইন। এই দুটিই বেশ আধুনিক আবাসিক ব্যবস্থা। এখানে আছে এসি ও নন-এসি ঘরে রাত্রি যাপনের সুযোগ। পাশাপাশি পাবেন উন্নতমানের খাবারের ব্যবস্থা।

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান শহর থেকে সবচেয়ে কাছের ট্যুরিস্ট স্পট। শহর থেকে চান্দের গাড়ি বেবি টেক্সি, জীপ, কার যোগে সহযে যাওয়া যায় সবুজ আর নীলের সৌন্দর্যে মাখানো এই রাজ্যে।